কুষ্টিয়ার ভেড়ামারায় দুই ছাগল চোরকে আটক করেছে এলাকাবাসী। এ সময় তাদের কাছ থেকে একটি চুরি করা ছাগল উদ্ধার করা হয়।
উপজেলার পাটুয়াকান্দি এলাকায় দিনে দুপুরে ছাগল চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে পার্শ্ববর্তী এলাকার দুই চোর। জানাযায় বুধবার বিকালে উপজেলার বাহাদুরপুরের পিন্স ও আবদুল্লাহ নামের দুই চোর সিএনজি থামিয়ে রাস্তার পাশে থেকে জোরপূর্বক একটি ছাগল কোলে তুলে সিএনজিতে উঠতে গেলে এলাকাবাসী ধাওয়া করে।
এ সময় সিএনজি ফেলে ছাগল চোর পিন্স ও আবদুল্লাহ পালানোর চেষ্টাকালে এলাকাবাসী তাদের দুজনকেই ধরে ফেলে এবং উত্তম মাধ্যম দিয়ে থানায় খবর দেয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।