ঢাকাWednesday , 10 February 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও আদালত
  4. আজকের ভিডিও খবর
  5. উপজেলার খবর
  6. কুষ্টিয়া
  7. খেলাধুলা
  8. চুয়াডাঙ্গা
  9. জেলার খবর
  10. টপ নিউজ
  11. পর্যটন
  12. প্রবাসীদের খবর
  13. ফিচার
  14. বিজ্ঞান-প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় ৬ ইটভাটা মালিককে ২৫ লাখ টাকা জরিমানা

Link Copied!

কুষ্টিয়া সদর ও মিরপুরে অবৈধ ৬ ইটভাটা মালিককে ২৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত পৃথক অভিযান চালিয়ে অবৈধ এসব ইটভাটায় কাঠ পোড়ানোর দায়ে ইটভাটা মালিকদের বিপুল অংকের এ অর্থ জরিমানা করেন। অভিযান চলাকালে ওইসব ইটভাটাগুলিকে ভেকু মেশিন দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।

 

দীর্ঘদিন যাবৎ র‌্যাবের গোয়েন্দাদল অবৈধ ইটভাটর লাইসেন্স, কৃষিজমির পাশে ইটভাট তৈরী সহ ইত্যাদি তথ্যাদি সংগ্রহ করে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র‌্যাবের একটি চৌকষ অভিযানিক দল ও পরিবেশ অধিদপ্তর এবং
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাদিকুর রহমান সবুজকে সঙ্গে নিয়ে বুধবার সকাল ১০ টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ‘‘কুষ্টিয়া জেলার সদর ও মিরপুর থানাধীন জুগিয়া,বারখাদা, জুগিয়া কলোনী, চারুলিয়া সহ বিভিন্ন এলাকায় আইন লঙ্ঘন করে কৃষিজমি নষ্ট, কম্প্রেসড ইট প্রস্তুত না করা, আইন লঙ্ঘন করে ইটভাটায় ইট পোড়ানোর কাজে জ¦ালানী কাঠ ব্যবহার করার দায়ে ভ্রম্যমান আদালত পরিচালনা করেন এবং অংশ বিশেষ এক্সকোভেটর মেশিন দিয়ে ভেঙ্গে দেয়া সহ

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মোঃ মুনমুন আলম জীবন জুগিয়া কলোনী (মেসার্স জে এস টি ব্রিকস)’কে নগদ ৫,০০,০০০/- জরিমানা পূর্বক অব্যাহতি প্রদান করা হয়েছে, সিহাব উদ্দিন বারখাদা উত্তর পাড়া, (এন বি সি ও এ এস এস বি ব্রিকস)’কে নগদ ৬,০০,০০০/- জরিমানা পূর্বক অব্যাহতি প্রদান করা হয়েছে, মোঃ ইমাম আজাদ বারখাদা, (এম আই এইচ ব্রিকস)’কে নগদ ২,৫০,০০০/- জরিমানা পূর্বক অব্যাহতি প্রদান করা হয়েছে, মোঃ মেহেদী হেলাল চারুলিয়া মিরপুর, (এইচ বি ব্রিকস)’কে নগদ ২,৫০,০০০/- জরিমানা পূর্বক অব্যাহতি প্রদান করা হয়েছে, সাব্বির রানা পান্টু চারুলিয়া মিরপুর, (আর পি কে ব্রিকস)’কে নগদ ৫,০০,০০০/- জরিমানা পূর্বক অব্যাহতি প্রদান করা হয়েছে , খয়বার প্রামানিক চারুলিয়ার চর, (কে পি বি ব্রিকস)’কে নগদ ৪,০০,০০০/- জরিমানা পূর্বক অব্যাহতি প্রদান করা হয়েছে এবং সর্বমোট ৬ টি ইটভাটা’কে সর্বমোট-২৫,০০,০০০/- টাকা জরিমানা করা হয়েছে।

এ অভিযান অব্যাহতি প্রদান থাকবে বলে জানান র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়ার কোম্পানী কামান্ডার মেজর গাফ্ফারুজ্জমান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।