
বিশিষ্ট লেখক,নাট্যকার,বর্ষীয়ান রাজনৈতিক ও রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা এবং কুষ্টিয়া জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান নাসির উদ্দীন মাস্টার বিশ্বাস আর নেই। তিনি ভারতের ব্যাঙ্গালুরের সেইন্ট জন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকাল ৪টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজীউন)।
মরহুমের শব বহনকারী গাড়ী সোমবার রাত ৮টা নাগাদ দৌলতপুর উপজেলার ভাগজোত গ্রামের বাড়িতে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলবার সকালবেলায় ভাগজোত গোরস্থানে জানাজা অনুষ্ঠিত হবে জানিয়েছেন তাঁর কনিষ্ঠ পুত্র নিয়ামুল কবির চঞ্চল।
নাসির উদ্দীন মাস্টার দীর্ঘদিন ফুসফুস ক্যান্সারে ভুগছিলেন। স্ত্রী,৩ পুত্র, ১কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে না ফেরার দেশে পাড়ি দিলেন চরাঞ্চল উন্নয়নের স্বপ্নদষ্ট্রা একজন নাসির উদ্দীন মাষ্টার। তাঁর এই প্রস্থানে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সাংসদ মাহবুব-উল-আলম হানিফ এমপি,কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খাঁন,সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আজগার আলী,কুষ্টিয়া-১ আসনের সাংসদ এ্যাড. আ কা ম সরওয়ার জাহান বাদশাহ এমপি,কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজি রবিউল ইসলাম,কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির সভাপতি আলহাজ্ব রাশেদুল ইসলাম বিপ্লবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তি ও প্রতিষ্ঠান গভীর শোক প্রকাশ করেছেন।