
জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌছে দিতে বাংলাদেশ পুলিশের আইজিপি মহোদয়ের নির্দেশনায় সকল পুলিশ সদস্যদের অভ্যন্তরীন সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে কুষ্টিয়া জেলা পুলিশের রায়ট ড্রিল ও আর্মস হ্যান্ডেলিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বাৎসরিক কমপক্ষে ৬০ ঘন্টা প্রশিক্ষণ কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ৯ টায় কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে রায়ট ড্রিল ও আর্মস হ্যান্ডেলিং প্রশিক্ষণের আয়োজন করা হয়।
উক্ত প্রশিক্ষনের শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম। এ সময় তিনি বলেন, প্রশিক্ষন হচ্ছে একটি পরিকল্পিত কার্যক্রম। প্রশিক্ষণের উদ্দেশ্যে হচ্ছে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা,দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে কোন নির্দিষ্ট বিষয়ে যোগ্যতার উন্নতি ও সমৃদ্ধি সাধন করা।সঠিক প্রশিক্ষন গ্রহণকারী ব্যক্তিই শত্রুপক্ষের অভিসন্ধি রপ্ত করে তাৎক্ষনিক আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয়। এ জন্য উত্তম প্রশিক্ষনের বিকল্প নেই। প্রশিক্ষনের মাধ্যমে শারীরিক ও মানসিক ক্ষিপ্রতা, পেশীর ক্ষিপ্রতা, ফুসফুসের শক্তি, সহনশীলতা, দ্রুত চিন্তা,সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা,প্রতিপক্ষের কৌশল ও মনোভাব অনুধাবনের যোগ্যতা অর্জিত হয়।
এ সময় তিনি আরও বলেন,সকল পুলিশ সদস্য কর্তব্যরত অবস্থায় নিজের জানমাল, অপরের জানমাল এবং সরকারী সম্পত্তি রক্ষায় সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করাই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মোঃ আতিকুল ইসলামসহ কুষ্টিয়া জেলা পুলিশের প্রশিক্ষনার্থীগণ।