কুষ্টিয়া-হরিপুর সংযোগ শেখ রাসেল সেতু রক্ষা বাঁধের পূর্ব পাশে দ্বিতীয় দফায় বিপদ জনক ভাবে ভাঙন শুরু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টায় শেখ রাসেল সেতুর পূর্ব পাশে বোয়ালদহ নতুনপাড়ায় নদী গর্ভে বিলীন বসতবাড়ী সহ নানা স্থাপনা। ভাঙ্গন অব্যাহত থাকায় দিশেহারা নদীপাড়ের মানুষ।
সেতু রক্ষা বাঁধের পূর্ব পাশে দ্বিতীয় দফায় বিপদ জনক ভাবে ভাঙন শুরু হওয়ায় শুক্রবার রাত সাড়ে ৮ টার পর থেকে কয়েক ঘন্টার ভাঙ্গনে বেশ কয়েকটি বসতবাড়ি ও স্থাপনা ভেঙ্গে নদীতে তলিয়ে গেছে। বর্তমানে গ্রামবাসির মধ্যে আতঙ্ক বিরাজ করছে, যে কোন সময় বড় ধরনের বিপদ হতে পারে। অন্যদিকে এভাবে ভাঙ্গনের ফলে হুমকিতে পড়তে পারে শেখ রাসেল হরিপুর সংযোগ সেতুটি।
স্থানীয়রা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড ও এলজিইডির কর্মকর্তারা দ্রুত ব্যাবস্থা গ্রহনের কথা দিলেও এখনো পর্যন্ত কোন রকম পদক্ষেপ নেয়নি। যারফলে শুরু হয়েছে দ্বিতীয় দফায় নদী ভাঙ্গন।