কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গণনা শেষে বিজয়ীদের নাম বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। গতকাল রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
প্রতিটি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত প্রার্থীর (নৌকা প্রতিক) পাশাপাশি আওয়ামীলীগের বিদ্রোহী ও বিএনপি নেতারা স্বতন্ত্র এবং জাসদ মনোনিত প্রার্থীরা মশাল প্রতিক নিয়ে মোট ৮৯জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন। ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করেন ৬২৪ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করেন ১৭৪ জন প্রার্থী। মোট ৩ লাখ ৫২ হাজার ৮৮৪জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ৪৭জন এবং নারী ভোটার ১ লাখ ৭৪ হাজার ৮৩৭জন। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছিলো তিনস্তর বিশিষ্ট কঠোর নিরাপত্তা ব্যবস্থা। র্যাব পুলিশের পাশাপাশি মোতায়েন ছিলো বিজিবিও। দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়নে সর্বমোট ১৫১টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে ৪ জন,আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ৯ জনে,বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ১ জন বিজয়ী হয়েছেন।
দৌলতপুর উপজেলার ১৪ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ৮৯জন চেয়ারম্যান প্রার্থীর প্রাপ্ত ভোট ও বিজয়ীদের তালিকা নিম্নে দেওয়া হলো
প্রাগপুর: নৌকা- ৯১২০, মোটর সাইকেল ৫৬৪,আনারস-৮৭৪৫,চশমা-৪২৭৮,হাতপাখা- ৪৭৮, লাঙ্গল-৯৯।
এই ইউনিয়নে আশরাফুল উজ জামান মুকুল সরকার (নৌকা) প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন ।
ফিলিপনগর: নৌকা- ৪৫৯৩, মোটর সাইকেল ৩০৪১,আনারস-৩৫৪৬,চশমা-৭১৪০,গোলাপফুল-১৯৫, লাঙ্গল-২৫৯।
এই ইউনিয়নে নঈম উদ্দিন সেন্টু (চশমা) প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন।
মরিচা: নৌকা- ১৮৬৯, মোটর সাইকেল-১৫৩২,আনারস-৩৬৯২,চশমা-৩১৩৭, টেবিল ফ্যান -২০৪, গোলাপফুল-১৫০, টেলিফোন-২১২৯।
এই ইউনিয়নে জাহিদুল ইসলাম (আনারস) প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন।
পিয়ারপুর: নৌকা- ২৩৩৭, মোটর সাইকেল-১২৬,আনারস-৯১,চশমা-৯৮১০, গোলাপফুল-৯০,ঘোড়া-৯৫১৮।
এই ইউনিয়নে সোহেল রানা বুলবুল (চশমা) প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন।
দৌলতপুর: নৌকা- ৮৩১৪, মোটর সাইকেল-২৩০৬,আনারস-১১০, রজনীগন্ধা-৭৫,চশমা-১১৪৩, ঘোড়া-৭৮৬৭, মশাল-৪৭, টেবিল ফ্যান-১০৩, হাতপাখা- ২৮৩। এই ইউনিয়নে মহিউল ইসলাম মহি (নৌকা) প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন।
বোয়ালিয়া: নৌকা- ৩২১৫, মোটর সাইকেল-২৩০০,আনারস-১০৮৬,চশমা-৩০১০,মশাল-১১৯, অটোরিকসা-৬৭৬৮, হাতপাখা-৩১৫, টেবিল ফ্যান-১০১।
এই ইউনিয়নে বিএনপি সমর্থিত খোয়াজ হোসেন (অটোরিক্সা) প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন।
আড়িয়া: নৌকা- ৬০৮৫, মোটর সাইকেল-১০৭০৭,আনারস-১৬৩১,মশাল-১৯২,চশমা-৬৬।
এই ইউনিয়নে হেলাল উদ্দিন (মোটর সাইকেল) প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন।
মথুরাপুর: নৌকা- ৩৫৬২, মোটর সাইকেল-১৫০০,আনারস-৮৫৭৬,চশমা-৩১৭৮,মশাল-২৩৬৩,ঢোল-১৪৫৯, গোলাপফুল- ২৭৪, হাতুড়ি-৩০২,টেবিল ফ্যান-৪৮১।
এই ইউনিয়নে আনারুল কবির মিন্টু (আনারস) প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন।
রামকৃষ্ণপুর: নৌকা-৭০৯৪, আনারস-৩৭১,মশাল-৬৮২৬, লাঙ্গল- ১৮৬। এই ইউনিয়নে সিরাজ মন্ডল (নৌকা) প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন।
চিলমারী: নৌকা-৬৩৬৫, মোটর সাইকেল- ৭৪৯৭, আনারস-৪, লাঙ্গল- ২। এই ইউনিয়নে ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান (মোটর সাইকেল) প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন।
হোগলবাড়ীয়া: নৌকা- ২০১৩৪, মোটর সাইকেল-৯৪৯,আনারস-১৩১,চশমা-৪০, অটোরিকশা- ৪৬৭৭, গোলাপফুল-১৮৫, ঘোড়া-১৮৪।
এই ইউনিয়নে সেলিম চৌধুরী (নৌকা) প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন।
রিফায়েতপুর : নৌকা- ৫৬৩০, মোটর সাইকেল-৬৬৮৬,আনারস-৩৫২৬,চশমা-৮৩,গোলাপফুল-১৭৯,ঘোড়া-৩০৮৮।
এই ইউনিয়নে আব্দুর রশিদ বাবলু (মটর সাইকেল) প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন।
আদাবাড়ীয়া : নৌকা- ৫৭৪৯, হাতপাখা-১৪০০,আনারস-১০৪২২,মশালা-৩৫২,গোলাপফুল-২০৩,লাঙ্গল-৩২০।
এই ইউনিয়নে আব্দুল বাকি (আনারস) প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন।
খলিসাকুন্ডি : নৌকা- ৩৫৭৬, মোটর সাইকেল-২৮০১,আনারস-১৬১৩,চশমা-৮১৬, মশাল- ১৫১০, অটোরিকসা-২৪৪৩, ঘোড়া-৫৬৩৫।
এই ইউনিয়নে জুলমত হোসেন (ঘোড়া) প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন।