গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রনায়লয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এম পি গড়াই নদী খনন প্রকল্প পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন,‘কোথায় দুর্ণীতি হয়না বলেন ? বাংলাদেশে দুর্ণীতি সব জায়গাতেই হয়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দুর্ণীতিতে জিরো টলারেন্সে কাজ করছেন।
এটা হলো দুর্ণীতিটা একটা এডিকশনের মতো ছড়িয়ে পড়েছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, কোথাও যদি শুনেন যে মাননীয় মন্ত্রী দুর্ণীতি করেন তখন আপনারা আমাকে প্রশ্ন করেন। আমরা চুরি বন্ধ করতেই সরেজমিন এখানে পরিদর্শনে এসেছি আমাদের কাজের অগ্রগতি দেখার জন্য। আমাদের চেষ্টাটা হলো দুর্ণীতিমুক্ত করে কাজের মানটা যাতে ভালো হয় সেটা নিশ্চিত করা। সেজন্যই নিজেই স্বশরীরে এসেছি দেখার জন্য। আপনারা যদি আগেই দোষ গুন খুজতে থাকতে থাকেন তাহলে আমরা কাজ করব কিভাবে ?
বৃহষ্পতিবার বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার গড়াই নদীর উৎসমুখ মহানগড় অপটেকে গড়াই ড্রেজিং প্রকল্প পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এসব কথা বলেন। এসময় সেখানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।