
গত কয়েকদিন ধরে থেমে থেমে ভারী থেকে ভারী বর্ষন অব্যাহত থাকায় মেহেরপুরের কাঁচা মরিচের বাজার মূল্য উর্ধগতি। রবিবার মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী, সাহারবাটী, করমদী, কাজিপুর, নওপাড়া, ভাটপাড়াসহ কয়েকটি কাঁচা মরিচের বাজার ঘুরে প্রতি কেজি মরিচ ৭০-৭২ টাকায় ক্রয় করতে দেখা গেছে পাইকারদের।
গত বৃহস্পতিবার যে মরিচ বিক্রি হয়েছে ৩৮-৪০ টাকা এবং শুক্রবার ৫০-৫২ টাকা। বেশ কয়েকটি গ্রামের কাঁচা মরিচের বাজার ঘুরে জানা গেছে, বৃষ্টির কারণে মরিচ তুলতে ব্যাঘাত ঘটায় বাজারে মরিচের আমদানি কম। তুলনামূলকভাবে আমদানি কম হওয়ায় বাজার মূল্য বৃদ্ধি পেয়েছে।
যার কারণে মেহেরপুরের বিভিন্ন হাট-বাজারে মরিচের খুচরা মূল্য বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকা কেজি দরে।
হঠাৎ মরিচের মূল্য বৃদ্ধি পাওয়ায় অনেকটা আলোর মুখ দেখেছেন মরিচ চাষিরা।তবে সাধারণ মানুষের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে এবং হিমসিম খেতে হচ্ছে চওড়া মূল্যে মরিচ কিনতে।
গত কয়েকদিন ধরে জেলার গাংনী উপজেলার ভাটপাড়া, নওপাড়া, তেঁতুলবাড়িয়া, করমদী, সহড়াতলা, সাহেব নগর, কাজিপুরসহ বেশ কয়েকটি বাজার ঘুরে মরিচ ক্রয়ের দৃশ্য চোখে মেলে। জেলায় প্রায় প্রতিটি গ্রামেই ব্যবসায়ীরা মরিচ ক্রয় করছেন এবং ট্রাক ভর্তি করে পাঠাচ্ছেন ঢাকা, গাজীপুর, চিটাগাং, বরিশাল, খুলনাসহ দেশের বিভিন্ন জেলা শহরে।
মেহেরপুর জেলায় ব্যাপক ভাবে কাঁচা মরিচের উৎপাদন হওয়ায় প্রতি বছরের ন্যায় এবারও এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলা শহরে পাঠাচ্ছেন।যা দেশের চাহিদা মিটিয়ে সিংগাপুর, মালেশিয়া পর্যন্ত রপ্তানি করা হচ্ছে।তবে গত কয়েকদিনের বৃষ্টিতে কিছু কিছু মরিচ ক্ষেতে পচনধরা শুরু করেছে বলেও জানান মরিচ চাষিরা।