
কুষ্টিয়ার দৌলতপুরের খলিসাকুন্ডি থেকে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ । বুধবার বিকাল ৪ টার দিকে উপজেলার খলিসাকুন্ডি পাঁচপীর তলা নামক স্থান থেকে তাদের আটক করে । এ সময় তাদের নিকট থেকে ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে ।
আটককৃতরা হলেন- জেলার মিরপুর উপজেলার পোড়াদহ গ্রামের পশ্চিমপাড়ার মৃত আব্দুল খালেক মন্ডলের ছেলে খোকন মন্ডল (৩৮) ও উপজেলার বালিয়াশিষা গ্রামের মৃত জাবেদ আলী মন্ডল এর ছেলে জাহিদ হাসান (৩৮)।
খলিসাকুন্ডি পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাহার হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে জানান এ ব্যাপারে দৌলতপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।