কুষ্টিয়ার দৌলতপুরের খলিসাকুন্ডিতে র্যাব অভিযান চালিয়ে বিদেশী মদ সহ আতাউল গনি (৪০) নামের এক জনকে আটক করেছে র্যাব । শনিবার রাত ১০ টার দিকে উপজেলার খলিসাকুন্ডিতে অভিযান চালিয়ে তাকে আটক করে । আটককৃত আতাউল গনি খলিসাকুন্ডি গ্রামের মন্ডল পাড়ার মৃত-শাহাবুদ্দিন ওরফে মন্টু মন্ডলের ছেলে ।
র্যাব জানায়, র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার রাত ১০ টার দিকে উপজেলার খলিসাকুন্ডিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে । এ সময় র্যাব দুই বোতল বিদেশী মদসহ খলিসাকুন্ডি মন্ডল পাড়ার মৃত-শাহাবুদ্দিন ওরফে মন্টু মন্ডলের ছেলে আতাউল গনিকে আটক করে ।
পরবর্তীতে আটককৃত আতাউল গনির বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ তাকে থানায় সোপর্দ করে র্যাব ।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।