ঢাকাSunday , 4 June 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও আদালত
  4. আজকের ভিডিও খবর
  5. উপজেলার খবর
  6. কুষ্টিয়া
  7. খেলাধুলা
  8. চুয়াডাঙ্গা
  9. জেলার খবর
  10. টপ নিউজ
  11. পর্যটন
  12. প্রবাসীদের খবর
  13. ফিচার
  14. বিজ্ঞান-প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

খলিসাকুন্ডির অলিতে গলিতে রমরমা মাদক ব্যবসা, দেখার কেউ নেই

admin
June 4, 2023 5:53 pm
Link Copied!

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডিতে রমরমা ভাবে চলছে মাদক ব্যবসা। দিন রাত ২৪ ঘন্টায় এলাকার মাদক ব্যবসায়ীরা হয়ে উঠেছে সক্রিয়। এই এলাকায় স্থায়ী ও ভাসমান অসংখ্য মাদক ব্যবসায়ী রয়েছে । আবার কেউ কেউ মাদক কেনা-বেচার দালালি করে অর্থ হাতিয়ে নিচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে মাদক ব্যবসায়ীরা। একাধিক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা ও ওয়ারেন্ট থাকার পরেও কি এক অদৃশ্য কারনে তাদেরকে গ্রেপ্তার করতে পারছে না প্রশাসন।

খলিসাকুন্ডিতে মাদক স্পট বসিয়ে চলছে ব্যাবসা এর ফলে এই এলাকার যুব সমাজ দিনের পর দিন ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে । অবিভাবকরা তাদের সন্তানদের নিয়ে হতাশায় ভুগছে ।

 

খলিসাকুন্ডিতে হাত বাড়ালেই মিলছে গাঁজা, ফেনসিডিল, ইয়াবা ও যৌন উত্তেজক ইয়াবা সহ নানা নেশাদ্রব্য। এতে বেশির ভাগ উঠতি বয়সের ছেলেদের এ নেশা করতে দেখা গেছে। হাতের নাগালের কাছে ও স্বল্প মূল্যে পাওয়া যায় বলে এ নেশায় জড়িয়ে পড়ছে অনেক ধর্ণাঢ্য পরিবারের সন্তানরা। অভিভাবকরা দিশে হারা এ সব মাদক বিক্রিতাদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ না করলে যুব সমাজ দিন দিন ধ্বংসের দিকে ঢুলে পড়বে। ফলে সমাজে দেখা দেবে বিভিন্ন রকমের অপরাধ মুলক কার্যকলাপ।

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছূক এক মাদক ব্যবসায়ী এ প্রতিবেদককে বলেন আমরা স্থানীয় প্রশাসনকে প্রতি মাসে নগদ নারয়ন দিয়ে তাদেরকে ম্যানেজ করে ব্যবসা করছি সুতরাং আমাদের বিরূদ্ধে লিখে কিছুই হবে না ।

কুষ্টিয়া থানাপাড়া থেকে ফেন্সিডিল সেবন করতে আসা জনি বলেন এলাকায় খুব সহজেই মাদকদ্রব্য পাওয়া যাই বলে আমরা আসি ।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ পুলিশ সুপারে দৃষ্টি আকর্ষণ খলিসাকুন্ডির মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রত আইনানুগত ব্যাবস্থা গ্রহণের দাবি জানিয়েছে এলাকার সচেতন মহল ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।