ঢাকাTuesday , 12 July 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও আদালত
  4. আজকের ভিডিও খবর
  5. উপজেলার খবর
  6. কুষ্টিয়া
  7. খেলাধুলা
  8. চুয়াডাঙ্গা
  9. জেলার খবর
  10. টপ নিউজ
  11. পর্যটন
  12. প্রবাসীদের খবর
  13. ফিচার
  14. বিজ্ঞান-প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

খাম্বা নামধারি বিএনপি এখন বিদ্যুৎ নিয়ে র্নিলজ্জ মিথ্যাচার করছে: মাহাবুব উল আলম হানিফ

Link Copied!

আগামী জাতীয় নির্বাচনে দেশের সব রাজনৈতিক দল অংশ নেবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি। তিনি বলেন, আগামী নির্বাচন নিয়ে এখনও কোনও সংকট তৈরি হয়নি। এখনও অনেক সময় আছে। যখন নির্বাচনি হাওয়া উঠবে, তখন সব দলই নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসবেন। আশা করি সবাই নির্বাচনে অংশও নেবেন।

 

 

এ সময় বিদ্যুৎ নিয়ে হানিফ বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকতে এক মেগাওয়াট বিদ্যুৎও উৎপাদন করতে পারেনি, সে সময় বিদ্যুৎ পরিস্থিতি এতোটাই খারাপ অবস্থায় ছিল যে, এজন্য কানসাটে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। মানুষ সেসব ভুলে যায়নি, এসব আড়াল করতেই খাম্বা নামধারি বিএনপি এখন বিদ্যুৎ নিয়ে র্নিলজ্জ মিথ্যাচার করছে।

 

 

হানিফ আরো বলেন, এখন ২৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা আছে। বৈশ্বিক সংকট পরিস্থিতিতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় উৎপাদন কমিয়ে দেওয়া হয়েছে। এখানে কোন ফাঁকিঝুঁকি নেই।

 

 

বিএনপির সরকার পতনের আন্দোলনের ঘোষণা এখন জনগণের কাছে তামাশার উক্তি হয়ে গেছে। বিএনপি নিজেও জানে এটা শুনে এখন মানুষ হাসে। তাই এবার তারা বলেছেন, বন্যার পরে সরকার পতনের আন্দোলন করবে। আওয়ামীলীগ এসব নিয়ে ভাবে না।

 

 

 

মঙ্গলবার বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া ৩ সদর আসনের মাননীয় সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও রহিমা আফছার মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, ভেড়ামারা উপজেলা অঅওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, সাধারন সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা নির্বাহী অফিসার দিনেশ সরকার, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিপটন প্রমুখ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।