ঢাকাSaturday , 28 August 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও আদালত
  4. আজকের ভিডিও খবর
  5. উপজেলার খবর
  6. কুষ্টিয়া
  7. খেলাধুলা
  8. চুয়াডাঙ্গা
  9. জেলার খবর
  10. টপ নিউজ
  11. পর্যটন
  12. প্রবাসীদের খবর
  13. ফিচার
  14. বিজ্ঞান-প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদিকদের সাথে মতবিনিময় সভা

Link Copied!

মেহেরপুরের গাংনীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টার এদিকে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর মতবিনিময় সভার আয়োজন করে।সভায় সভাপতিত্ব করেন,উপজেলা মৎস্য কর্মকর্তা (চ:দা:) হোসেন আহমদ।সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।

 

 

গাংনী উপজেলা সহকারী কর্মকর্তা জাকির হোসেনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অন্ডাম,সহ-সভাপতি সাহাজুল ইসলাম সাজু,সাংগঠনিক সম্পাদক লিটন মাহমুদসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। প্রসঙ্গত শনিবার (২৮ আগস্ট) জাতীয় মৎস্য সপ্তাহের প্রথম দিন থেকে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষেগাংনী উপজেলায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

 

 

কর্মসূচীর মধ্যে রয়েছে। এগুলো হলো -২৮ সেপ্টেম্বর প্রথমদিন জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ে মাইকিং ও ব্যানার ফেস্টুনের মাধ্যমে প্রচার-প্রচারণা করা,২৯ সেপ্টেম্বর উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্ত,মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন,৩০ সেপ্টেম্বর মৎস্যজীবি ও মৎস্য চাষীদের নিয়ে মতবিনিময় সভা করা,৩১ সেপ্টেম্বর উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান ও পুকুরের মাটি ও পানি পরীক্ষা করা,১ অক্টোবর উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান,পুকুরের মাটি ও পানি পরীক্ষা এবং মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্য চিত্র,২ অক্টোবর সুফলভােগীদের প্রশিক্ষণ এবং ৩ অক্টোবর সপ্তম দিন ভিডিও কনফারেন্সীং এর মাধ্যমে জেলা পর্যায়ে কর্মকর্তাগণের সাথে উপজেলা পর্যায়ে কর্মকর্তাগণের মতবিনিময় এবং মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।