গাংনীতে তালের চারা রোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের একটি রাস্তায় তালের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৃক্ষরোপণের অগ্রাধিকার প্রকল্পের সাথে সামঞ্জস্য রেখে বনায়ন মেহেরপুর শাখা ১ হাজার তালের চারা রোপণের কার্যক্রম হাতে নেয়।তারই অংশ হিসাবে এ রোপণ কার্যক্রম শুরু করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তালের চারা রোপণের উদ্বোধন করেন মেহেরপুর-২(গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বৃটিশ আমেরিকান ট্যোবাকোর (লিফ) রিজিওনাল ম্যানেজার ফাহাদ তালুকদার ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।
এসময় উপস্থিত ছিলেন কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা,গাংনী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক যথাক্রমে-নজরুল ইসলাম ও মনিরুজ্জামান,মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বিটিভির মেহেরপুর প্রতিনিধি আলামিন হোসেন,মেহেরপুর জেলা পরিষদের সদস্য তৌহিদ মুর্শেদ অতুল বিশ্বাস।
এছাড়াও উপস্থিত ছিলেন গাংনী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান,সাবেক ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম ,যুবলীগ নেতা সুজন আলী প্রমুখ।
এদিকে বনায়ন-মেহেরপুর বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে সারাদেশে ৫০ লক্ষ গাছের চারা বিনামূল্য বিতরণের কার্যক্রম হাতে নেয়।তারই অংশ হিসাবে মেহেরপুরে চারা রোপণের কার্যক্রম অব্যাহত রেখেছে।