
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রাম থেকে ৭০ বােতল ফেনসিডিলসহ ৪জনকে আটক করেছে ডিবি পুলিশের একটিদল।
আটককৃতরা হলেন- গাংনী উপজেলার বেতবাড়ীয়া গ্রামের আবু দাউদ মালের ছেলে নাদেমুল ইসলাম (২২), কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি গ্রামের পাইকপাড়ার ডাবলু হোসেনের ছেলে মোমিন হোসেন (৩৫), একই গ্রামের নজরুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (৩২) ও আইয়ুব আলীর ছেলে জিনারুল ইসলাম (৪০)।
বৃহস্পতিবার (২ জুন) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটিদল গাংনী উপজেলার কাজীপুর গ্রামের কাঁচারীপাড়ায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাদেরকে আটক করে ।
অভিযানে প্রদান করেন ডিবি এসআই অজয় কুমার কুন্ডু। এসময় উপস্থিত ছিলেন এএসআই মাহতাব উদ্দীন।
ডিবি পুলিশ সূত্র জানায়,অভিযানে মাদকসহ ৪জনকে আটক করা হয়। এসময় মাদক বহনকারি একটি মােটরসাইকেল জব্দ করা হয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।