ঢাকাFriday , 2 July 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও আদালত
  4. আজকের ভিডিও খবর
  5. উপজেলার খবর
  6. কুষ্টিয়া
  7. খেলাধুলা
  8. চুয়াডাঙ্গা
  9. জেলার খবর
  10. টপ নিউজ
  11. পর্যটন
  12. প্রবাসীদের খবর
  13. ফিচার
  14. বিজ্ঞান-প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ছেলে বাল্য বিয়ে করায় নবদম্পতিকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা

Link Copied!

মেহেরপুরের গাংনীতে বাবা-মায়ের অবাধ্য হয়ে প্রেম ঘটিত কারনে বাল্য বিয়ে সম্পন্ন করেছে বখাটে ছেলে। ইতোমধ্যে বাবা মায়ের বিনা অনুমতিতে ছেলে তার নব বিবাহিত বউ নিয়ে বাড়িতে উঠে। বিষয়টি বাবা মা মেনে নিতে পারেননি। বাল্য বিয়ে সামাজিক অপরাধ।এ্কথা ভেবে লিখিত অভিযোগ দেয়া হয় উপজেলা পরিষদ চেয়ারম্যান বরাবর।

 

পরে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানমের হস্তক্ষেপে আজ বৃহস্পতিবার সকালে তাদের আটক করে থানায় নেয়া হয়।

নব দম্পতিকে পুলিশের হাতে তুলে দিলেন আইনের প্রতি শ্রদ্ধাশীল বাবা। এরকম ঘটনা ঘটেছে গাংনী পৌর সদরের উত্তর পাড়ায়।

 

জানা গেছে, গাংনী পৌর শহরের উত্তর পাড়ায় বসবাস কারী হাসানুজ্জামানের ছেলে আব্দুল্লাহ আল মামুন শুভ’র (১৭) বেশ কিছুদিন ধরে প্রতিবেশী ইকবাল হোসেনের স্কুল পড়–য়া মেয়ে সাদিয়া আক্তার রিংকি (১৩) এর মধ্যে প্রেমজ সম্পর্ক গড়ে উঠে। প্রেম থেকেই অবশেষে বিয়ে। বেশ কয়েকদিন বিয়ের খবর গোপন রেখে গত বুধবার রাতে শুভ নতুন বউ নিয়ে বাড়িতে উঠে। শুভ’র বাবা এবিয়ে মেনে নিতে পারেননি। তাই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

 

এবিষয়ে ছেলের বড় চাচা আব্দুল গণি জানান, ছেলেটা বখাটে হয়ে গেছে। বিয়ের এখনও বয়স হয়নি। আমরা চাই বাংলাদেশ আইনে তাদের শাস্তি হউক।

 

এব্যাপারে গাংনী থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, ছেলে মেয়ে দ’ুজনই অপ্রাপ্ত বয়সী। আমরা বিষয়টি মানবিক দৃষ্টিতে নিয়ে কাজ করছি। মেয়র আহম্মেদ আলী উভয় পক্ষকে নিয়ে সমঝোতার উদ্যোগ নিয়েছে যেহেতু গত জুন মাসের ৮ তারিখে বিয়ে করেছে তাই ছেলে মেয়ের দাম্পত্য জীবন অস্বীকার না করে দুজনকে নিজ নিজ পরিবারে রেখে নির্ধারিত বয়স না হওয়া পর্যন্ত পৃথক থাকতে মুচলেকা নেয়া হতে পারে।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।