ঝিনাইদহ সদর উপজেলার ১৫টি ইউনিয়ন নির্বাচনে ১০ টিতে সতন্ত্র ও ৫ টিতে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন।
বিজয়ীরা হলেন, সাধুহাটী ইউনিয়নে কাজী নাজির উদ্দিন (স্বতন্ত্র), মধুহাটী আলতাফ হোসেন (স্বতন্ত্র), কুমড়োবাড়িয়া সিরাজুল ইসলাম (স্বতন্ত্র), মহারাজপুর খুরশিদ আলম (স্বতন্ত্র), পদ্মাকর বিকাশ বিশ্বাস (স্বতন্ত্র), দোগাছি গোলাম কিবরিয়া কাজল (স্বতন্ত্র), কালীচরণপুর জাহাঙ্গীর আলম (স্বতন্ত্র), হরিশংকরপুর ফারুকুজ্জামান ফরিদ (স্বতন্ত্র), হলিধানী এনামুল হক নিলু (স্বতন্ত্র), নলডাঙ্গা সাইফুল আলম খান (স্বতন্ত্র), সাগান্না ইউনিয়নে মোজাম্মেল হক (নৌকা), গান্না আতিকুল ইসলাম মাছুম (নৌকা), ফুরসন্ধী শহিদ শিকদার (নৌকা), ঘোড়শাল পারভেজ মাসুদ লিন্টন (নৌকা) ও পোড়াহাটি ইউনিয়নে শহিদুল ইসলাম হিরন (নৌকা)।
নির্বাচনে মোট ৭২ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত মহিলা আসনে ১৪৮ জন ও সাধারণ সদস্য পদে ৪৯৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।