
কুষ্টিয়া দৌলতপুরের সীমান্তবর্তী উপজেলায় লকডাউন এর তৃতীয় দিনে চলছে প্রশাসনের কঠোর নজরদারি। এ উপজেলায় ঢোকার বিভিন্ন প্রবেশ পথে মোতায়েন করা হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার তদারকি করতে দৌলতপুরের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে চলেছেন দৌলতপুরের থানা কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন।
এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সামাজিক দূরত্ব ও মাক্স, সকালের ব্যবহার নিশ্চিত করতে এবং বিভিন্ন বাজারে প্রয়োজন ব্যতীত অন্যান্য দোকান খুলে রাখা কারণে জরিমানা সহ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে চলেছেন উপজেলা নির্বাহি কর্মকর্তা শারমিন আক্তার।
সরকারি বিধিনিষেধ মেনে সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত নিত্য প্রয়োজনীয় পণ্য, কাঁচা বাজার এবং মোদিদোকান ব্যতীত অন্য কোন দোকান বা যানবাহন চলতে দেওয়া হচ্ছে না বলেও দাবি করেন, এ উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা।
বৈশ্বিক এ করোনা মহামারীতে এ উপজেলাটি সীমান্তবর্তী হওয়ায় আতঙ্ক যেমন শীর্ষে, অন্যদিকে উপজেলার মানুষকে সচেতন করতে হিমশিম খেতে হচ্ছে কর্মকর্তাদের। তারপরেও নিরলস পরিশ্রম করে জনগনর সচেতন করার লক্ষ্যে এবং লকডাউন কার্যকরের ক্ষেত্রে প্রশাসন শক্ত অবস্থানে থাকবে বলেও জানান উপজেলা প্রশাসন।