কুষ্টিয়ার ভেড়ামারা রায়টা মহলদারপাড়ায় শুক্রবার সকাল ৯টার সময় দূর্বৃত্তদের হামলায় ছবির প্রামানিক (৭২) রামের এক বৃদ্ধ কে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত ও হাড়ভাঙ্গা জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গুরুদর আহত ছবির প্রামানিক কে দ্রæত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশংকাজনক হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করছেন। বৃদ্ধার দুই হাত একাবারে ভেঙ্গে গেছে বলে ভুক্তভোগীর লোকজন জানিয়েছেন। আহত ছবির প্রামানিক এর অবস্থা আশংকা জনক। এই নিয়েএলাকায় এ নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, খবর পাওয়া মাত্র ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। অন্যায়কারী যেই হোক না কেন তাকে কোন ছাড় দেয়া হবেনা। এ নিয়ে জোর তদন্ত চলছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।