কুষ্টিয়ার খোকসা থেকে ফেন্সিডিল, গাঁজা ও মাইক্রোসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার বিকেলে খোকসা বাসস্ট্যান্ডে থানা পুলিশ অভিযান চালায় । এ সময় ১৪০ বোতল ফেন্সিডিল, ৬ কেজি গাঁজা ও মাদক বহন কাজে ব্যবহৃত ১টি নোহা মাইক্রোসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো জেলার দৌলতপুর উপজেলার সিরাজনগর গ্রামের শানজিদ হোসেন (৪৬) ও একই উপজেলার বাহিরমাতী গ্রামের পিন্টু (৪০)।
খোকসা থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খোকসা বাসষ্টান্ডে রাস্তার উপর অভিযান চালিয়ে ফেন্সিডিল, গাঁজা ও মাদক বিক্রির কাজে নিয়জিত একটি গাড়ি (ঢাকা মেট্রো-চ-৫১-৬৯৩৮) সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।