ঢাকাThursday , 11 February 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও আদালত
  4. আজকের ভিডিও খবর
  5. উপজেলার খবর
  6. কুষ্টিয়া
  7. খেলাধুলা
  8. চুয়াডাঙ্গা
  9. জেলার খবর
  10. টপ নিউজ
  11. পর্যটন
  12. প্রবাসীদের খবর
  13. ফিচার
  14. বিজ্ঞান-প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরের সাংবাদিক জাহাঙ্গীর আলম ভারতে মারা গেছেন

Link Copied!

কুষ্টিয়ার দৌলতপুর প্রেস ক্লাবের নির্বাহী সদস্য সংবাদিক জাহাঙ্গীর আলম (৫৮) চিকিৎসার জন্য ভারতে গিয়ে মারা গেছেন (ইন্নালিল্লাাহি ওয়া… রাজিউন)। বৃহস্পতিবার সকাল পৌনে ৯ টার দিকে ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে তিনি মারা যান। গত ৫ ফেব্রæয়ারী তিনি উন্নত চিকিৎসার জন্য ভারতের কলকাতায় গিয়েছিলেন।

 

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে সাংবাদিক জাহাঙ্গীর আলম বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা নেন। অবস্থার পরিবর্তন না হওয়ায় চিকিৎসার জন্য ৫ ফেব্রæয়ারী তিনি সস্ত্রীক ভারতে যান।

 

ভারতের কোলকাতায় একটি হাসপাতালের ডাক্তারদের পরামর্শে সাংবাদিক জাহাঙ্গীর আলমকে বাংলাদেশে ফেরত আনা হচ্ছিল। কলকাতা থেকে বেনাপোল সীমান্তের ওপারে পৌছানোর পর মারা যান। আইনী জটিলতার কারণে পরে তাকে আবারও কলকাতায় ফেরত নিয়ে যাওয়া হয়। সেখানে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মৃতদেহ বাংলাদেশে নিয়ে আসা হবে।

 

দৌলতপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য প্রবীন সাংবাদিক জাহাঙ্গীর আলম কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক বাংলাদেশ বার্তা ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আজকালের খবর পত্রিকায় দৌলতপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি গ্রামের মৃত করিম হালসানার বড় ছেলে জাহাঙ্গীর আলম হালসানা স্ত্রী, পুত্র ও কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক জাহাঙ্গীর আলমের মৃতুতে দৌলতপুর প্রেস ক্লাবের সকল সদস্য ও সর্বস্তরের সাংবাদিক গভীর শোক প্রকাশ করেছেন।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।