কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ওলির ইট ভাটায় প্রাচীর ভেঙ্গে মদিনা (৫৫) নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও মিজু নামের এক শ্রমিক । রবিবার সকালের দিকে এ ঘটনা ঘটে ।
জানা যায়, উপজেলার রিফায়েতপুরে সোনাইকান্দি জোয়ার্দ্দার পাড়ায় ওলির ইট ভাটার প্রাচীর ভেঙ্গে মদিনা নামের এক নারী শ্রমিকের গায়ের উপরে পড়ে। ভাঙা দেওয়ালের নীচে চাপা পড়ে নিহত হন ঐ নারী শ্রমিক । নিহত নারী শ্রমিক মদিনা একই গ্রামের মৃত সামাদ আলীর স্ত্রী।
এই ঘটনায় চক দৌলতপুর গ্রামের আরেক শ্রমিক মিজু আহত হয়। নারী শ্রমিকের মৃত্যুতে পরিবারের মধ্যে শোকের মাতম চলছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।