কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন এর দৌলতপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তা জন প্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও সুধিজনের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৪ টায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন।
আয়োজিত মত বিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ সাইদুল ইসলাম, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট এজাজ আহামদ মামুন, ভাইস চেয়ারম্যান মোঃ সাক্কির আহাম্মেদ, সোনালী খাতুন আলেয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার, এসিল্যান্ড শাহীন আফরোজ খশরু, অফিসার ইনচার্জ মোঃ জাবিদ হাসান, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ তৌহিদুল হাসান তুহিন।
আরও বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা হায়দার আলী, বিশিষ্ট সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম (শাহীন) , উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ নাজমুল হোসেন,্ উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দা সিদ্দিকা, পুজা উদযাপন কমিটির সভাপতি বাবুল দেবনাথ।