কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় জার্মান আলী (৫৮) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে দৌলতপুর উপজেলার গাছেরদিয়াড় গ্রামে হামলার এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে গাছেরদিয়াড় গ্রামের মুকুল ও জাফিরুলের নেতৃত্বে ৫-৬ জন সশস্ত্র হামলাকারী সংঘবগ্ধ হয়ে প্রতিপক্ষ জার্মান আলীর বাড়িতে হামলা চালায়। এসময় জার্মান আলীকে লাঠি ও লোহার রড দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। জার্মান আলীর চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসলে হামলাকারীরা নির্বিগ্নে নিজ বাড়ির আঙিনায় চলে যায়।
পরে আহত জার্মান আলীকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দৌলতপুর থানায় হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে দৌলতপুর থানা পুলিশ সূত্র জানিয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।