ঢাকাMonday , 16 May 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও আদালত
  4. আজকের ভিডিও খবর
  5. উপজেলার খবর
  6. কুষ্টিয়া
  7. খেলাধুলা
  8. চুয়াডাঙ্গা
  9. জেলার খবর
  10. টপ নিউজ
  11. পর্যটন
  12. প্রবাসীদের খবর
  13. ফিচার
  14. বিজ্ঞান-প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে  জাসদ ও আ’লীগের পাল্টাপাল্টি কর্মসূচি 

Link Copied!

দৌলতপুরে জাসদ নেতা হত্যার ঘটনায় জাসদ ও আ’লীগের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায়, দুই গ্রæপের সংঘর্ষের আশঙ্কা করছেন সচেতন মহল। গত ১১ ই মে রাতে কুষ্টিয়ার দৌলতপুরে জাসদের সহযোগী সংগঠন জাতীয় যুবজোটের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুব খান সালাম হত্যাকান্ডের ঘটনায় ১৬ মে সোমবার সকালে উপজেলা চত্বরে একই স্থানে আওয়ামী লীগ ও জাসদের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

 

এই পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ওই দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা করছেন সচেতন মহল ও স্থানীয় লোকজন।

 

 

জাসদ ও আওয়ামী লীগের একাধিক নেতা কর্মীর সাথে কথা বলে জানা গেছে, জাসদ নেতা সালাম হত্যাকান্ডের সাথে জড়িত আসামিদের গ্রেপ্তারের দাবিতে ১৫ মে সোমবার সকাল ১০ টায় দৌলতপুর উপজেলা জাসদের উদ্যোগে উপজেলা চত্বরের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা আসে।

 

 

অপরদিকে একই সময়ে দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক হোগলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সেলিম চৌধুরী সহ তার পরিবারের লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে দৌলতপুর উপজেলা চত্বরের সামনে একই স্থানে বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সভার কর্মসূচি ঘোষণা করেছে দৌলতপুর উপজেলা আওয়ামী যুবলীগ।

 

 

 

পাল্টাপাল্টি কর্মসূচির বিষয়ে দৌলতপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, যুবজোট নেতা মাহবুব খান সালাম হত্যাকান্ডের ঘটনায় আমাদের উপজেলা যুবলীগের সংগ্রামী সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হোগলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সেলিম চৌধুরী সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আমরা সকাল ১০ টা থেকে সারাদিন ব্যাপী বিক্ষোভ কর্মসূচি ও সমাবেশ ডেকেছি।

 

 

জাসদ যুবদলের কেন্দ্রীয় কমিটির নেতা শরিফুল কবীর স্বাপনের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, যেহেতু আমাদের প্রোগ্রামটা পূর্বঘোষিত এখন পর্যন্ত আমরা প্রোগ্রাম করব বলে মনস্থির করেছি তারপরেও রাতে আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলাপ করে বিস্তারিত জানাতে পারবো।

 

 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম জাবীদ হাসান সাংবাদিকদের বলেন, কর্মসূচির বিষয়টি নজরে এসেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।