
আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুরে আলোচনা সভা, দোয়া মাহফিল ও আনন্দ ভোজ অনুষ্ঠিত হয়েছে। দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার পিএসএস মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী এই আয়োজন শুরু হয়।
দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ অ্যাড. আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্ সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক অ্যাড. এজাজ আহমেদ মামুন। এ সময় উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের প্রায় ১০ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া ও ৭৪তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে দুপুরে আনন্দ ভোজের আয়োজন করা হয়। বিকেল পর্যন্ত চলে এ আয়োজন।