
কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে মিলন মালিথা (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী মাঠে এ দূর্ঘটনা ঘটেছে। নিহত মিলন বাহিরমাদী টলটলিপাড়া গ্রামে গ্রামের আকাল মালিথার ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, কৃষক মিলন মালিথা বাড়ির পার্শ্ববতী বাহিরমাদী ঝাউবুনা মাঠে গবাদি পশুর জন্য ঘাস কাটতে যায়। এ সময় বৃষ্টির সাথে প্রচন্ড শব্দে বজ্রপাত ঘটলে কৃষক মিলন ঘটনাস্থলেই মারা যান। পরে মাঠের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নেয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ফিলিপলগর ইউনিয়ন চেয়ারম্যান ফজলুল হক কবিরাজ জানান, ঘাস মাঠ থেকে ফেরার পথে মিলন বজ্রপাতে মারা গেছেন। লাশ দাফনের প্রক্রিয়া চলছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।