“প্রত্যেকে আমরা পরের তরে” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সারা দেশের ন্যায় কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ স্কাউটস দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(৮এপ্রিল) সকাল ১০টায় বাংলাদেশ স্কাউটস দৌলতপুর এর আয়োজনে দৌলতপুর উপজেলা স্কাউট সম্পাদক দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমানের সভাপতিত্বে দৌলতপুর উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এর পর বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কাউট ইউনিট লিডার মাহাফুজুল আলম কালাত, সুরুজ বাঙ্গালী, শাহরিয়ার জাহান, মাসুদুর রহমান, মিজানুর রহমান, হাসানুজ্জামান ও শিক্ষার্থীরা।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।