
কুষ্টিয়ার দৌলতপুরে ইদ্রিস আলী নামের এক বৃদ্ধ ব্যাক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি হাতিশালা মোড় এলাকায় নিজের বাড়িতেই বৃদ্ধের মরদেহটি পায় পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ইদ্রিস আলী (৭৫) নিজ ঘরের বারান্দায় বাঁশের সাথে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রাগপুর ইউনিয়ন চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল জানান, মহিষকুন্ডি এলাকায় ইদ্রিস আলী নামের ওই বৃদ্ধ আত্মহত্যা করেছে। সকালে দৌলতপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করেছে।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার মহিষকুন্ডি এলাকা থেকে ৭৫ বছর বয়সি এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেলের হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।