
কুষ্টিয়ার দৌলতপুরে হোন্ডা কোম্পানির মোটরসাইকেল শোরুম উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার তারাগুনিয়া বাজারে জননী মোটরস্ নামে শোরুম এর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন। বিশেষ অতিথি ছিলেন হোন্ডা মোটরসাইকেলের হেড অফ মার্কেটিং গিয়াস উদ্দিন সজিব ও তারাগুনিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ডা: লুৎফর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শোরুম এর স্বত্বাধিকারী হুমায়ুন কবীর জনি।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হুমায়ুন কবীর জনি বলেন, ক্রেতাদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করে এই শোরুম পরিচালিত হবে। এ জন্য সকলের সহযোগিতা কামনা করছি।
বক্তব্য শেষে অতিথিরা ফিতা কেটে শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আমন্ত্রিত নানা শ্রেণি-পেশার কয়েকশো মানুষ উপস্থিত ছিলেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।