ঢাকাThursday , 23 September 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও আদালত
  4. আজকের ভিডিও খবর
  5. উপজেলার খবর
  6. কুষ্টিয়া
  7. খেলাধুলা
  8. চুয়াডাঙ্গা
  9. জেলার খবর
  10. টপ নিউজ
  11. পর্যটন
  12. প্রবাসীদের খবর
  13. ফিচার
  14. বিজ্ঞান-প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটিকে সংবর্ধনা

Link Copied!

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটিকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পরিষদ হলরুমে আওয়ামীলীগের সকল সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হয়।

 

 

অনুষ্ঠানে নব নির্বাচিত সভাপতি ও দৌলতপুরের সংসদ অ্যাড. আ. ক. ম. সরওয়ার জাহান বাদশাহ সহ কমিটির সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেয়া। সংবর্ধনা অনুষ্ঠানের আগে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ উপজেলা চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। দীর্ঘ প্রায় দেড় যুগ পর উপজেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটিকে উৎফুল­ নেতাকর্মীরা।

 

 

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নবনির্বাচিত সভাপতি এডভোকেট আ. ক. ম. সরওয়ার জাহান বাদশাহ, সহ-সভাপতি টিপু নেওয়াজ, যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. এজাজ আহমেদ মামুন, সাংগঠনিক সম্পাদক সদিকুজ্জামান খান সুমন, সরদার আতিউর রহমান আতিক প্রমূখ। এ সময় নবনির্বাচিত কমিটির সদস্যরা ছাড়াও, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আফাজ উদ্দিন আহমেদ সহ প্রয়াত সকল নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

 

 

 

অ্যাড. আ. ক. ম. সরওয়ার জাহান বাদশাহ বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামীলীগ। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ উন্নয়নের ধারায় দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দৌলতপুর উপজেলা আওয়ামীলীগ এক্যবদ্ধ ভাবে কাজ করবে।

 

উল্লেখ্য, ২০২০ সালের ১৯ শে জানুয়ারি উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হলেও দীর্ঘ প্রায় দুই বছর পর ৮ সেপ্টেম্বর ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এর আগে ২০০৩ সালে সর্বশেষ দৌলতপুর উপজেলা আওয়ামীলাগের ত্রি-বার্ষিক কাউন্সিল হয়েছিল।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।