ঢাকাSunday , 21 March 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও আদালত
  4. আজকের ভিডিও খবর
  5. উপজেলার খবর
  6. কুষ্টিয়া
  7. খেলাধুলা
  8. চুয়াডাঙ্গা
  9. জেলার খবর
  10. টপ নিউজ
  11. পর্যটন
  12. প্রবাসীদের খবর
  13. ফিচার
  14. বিজ্ঞান-প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুর নাসির উদ্দীন বিশ্বাস কল্যাণ ট্রাস্টের উদ্যোগে চক্ষু শিবির

admin
March 21, 2021 4:30 pm
Link Copied!

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতালে নাসির উদ্দীন বিশ্বাস কল্যাণ ট্রাস্টের উদ্দোগে ২দিন চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত ।

 

২১ ও ২২ মার্চ রবিবার ও সোমবার সকাল ৯ টা থেকে দিন ব্যাপী চক্ষু চিকিৎসা শিবির এলাকার হত দরিদ্র মানুষের চোখের চিকিৎসা সেবাদেয় এবং ছানি পড়া রোগীদের লেন্স সংযোজনের জন্য বিনা খরচে নিজস্ব পরিবহনে খুলনা নিয়ে যায় ও লেন্স সংযোজোনের পর নিয়ে আসে।

 

 

প্রথম দিন বিভিন্ন এলাকা থেকে আগত সাড়ে ১৫’শ চক্ষু রোগীর চিকিৎসা সেবা দেওয়া হয় এবং তাদের মধ্যে ৫’শ রোগীর লেন্স সংযোজনের জন্য নির্ধারণ করেন সেবায় নিয়োজিত ডাঃ যুবায়ের আহাম্মেদ রিয়েল ও ডাঃ খান নাহিদ মুরাদ অনিক।

 

 

নাসির গ্র“ফ অব ইন্ডাঃ লিঃ এর কর্মকর্তা আবুল মোলাকাত মুকুল হোসেন জানান প্রতি বছর ২ বার নাসির উদ্দীন বিশ্বাস কল্যাণ ট্রাস্টের অর্থায়নে ও উদ্যোগে এবং খুলনা বি.এন.এস.বি চক্ষু হাসপাতালের যৌথ সহযোগিতায় রোগীদের বিনা খরচে চক্ষু চিকিৎসা শিবির পরিচালিত হয়ে আসছে।

 

 

এ সময় নাসির বিড়ি ইন্ডাঃ লিঃ এর কর্মকর্তা হাবিবুর রহমান, নাসির টোব্যাকো ইন্ডাঃ লিঃ এর কর্মকর্তা জয়েন উদ্দীন, ট্রাস্টের আহবায়ক দুলাল দেবনাথ ও সদস্য নাসির উদ্দীন আহাম্মেদ, গোলাম মোস্তাকিম লস্কর, আক্কাস আলি প্রমূখ উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।