
কুষ্টিয়ায় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। তাদের কাছ থেকে ১৪০ বোতল ফেন্সিডিল, একটি মিনি পিকআপ, নগদ অর্থ এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ১২ টার দিকে কুষ্টিয়ার মিরপুরের নওপাড়া বাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মিনি পিকআপের চালক জেলার দৌলতপুরের গোরস্থান পাড়ার আনোয়ার হোসেনের ছেলে ফয়সাল ইসলাম (২০) এবং মিনি পিকআপের হেলপার দৌলতপুর খান পাড়ার আহম্মদ হোসেন খানের ছেলে বাঁধন (২০)।
র্যাব জানায়, র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি চৌকষ অভিযানিক দল শনিবার রাত সাড়ে ১২ টার দিকে মিরপুরের নওপাড়া বাজারে অভিযান চালায়। এসময় ১৪০ বোতল ফেন্সিডিলসহ মিনি পিকআপের চালক জেলার দৌলতপুরের গোরস্থান পাড়ার আনোয়ার হোসেনের ছেলে ফয়সাল ইসলাম এবং মিনি পিকআপের হেলপার দৌলতপুর খান পাড়ার আহম্মদ হোসেন খানের ছেলে বাঁধন কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ফেন্সিডিলসহ একটি মিনি পিকআপ, নগদ অর্থ এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মিরপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে ।