ঢাকাSunday , 19 September 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও আদালত
  4. আজকের ভিডিও খবর
  5. উপজেলার খবর
  6. কুষ্টিয়া
  7. খেলাধুলা
  8. চুয়াডাঙ্গা
  9. জেলার খবর
  10. টপ নিউজ
  11. পর্যটন
  12. প্রবাসীদের খবর
  13. ফিচার
  14. বিজ্ঞান-প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

নবীন প্রবীণ সাংবাদিকের মিলন মেলায় পরিণত কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির নির্বাচনী প্যানেল ও ইশতেহার প্রকাশ

admin
September 19, 2021 11:01 pm
Link Copied!

দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঐতিহ্যবাহী অর্ধশত বছরের পুরনো সাংবাদিকদের অধিকার আদায়ের মাতৃসংগঠন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২ অক্টোবর ২০২১।

 

 

এ উপলক্ষে  রবিবার ১৯ সেপ্টেম্বর ২০২১ দুপুরে কুষ্টিয়া শহরের হানিফ নগরে জাবেদ কনভেনশন সেন্টারে জাকজমক ভাবে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র দ্বি-বার্ষিক নির্বাচন ২০২১-২০২৩ এর বিপ্লব-সোহেল প্যানেল পরিচিতি ও ইশতেহার প্রকাশ করা হয়।

 

 

 

নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন সাধারণ সম্পাদক প্রার্থী, জিটিভি ও যায়যায়দিনের জেলা প্রতিনিধি, দৈনিক কুষ্টিয়া প্রতিদিনের সম্পাদক সোহেল রানা। বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির পূণরায় সভাপতি প্রার্থী, বাংলাদেশ বেতার, নাগরিক টিভি’র জেলা প্রতিনিধি ও দৈনিক আরশীনগর সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব।

 

 

 

 

সভাপতিত্ব করেন প্রবীন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমিরুল ইসলাম। সভা সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারন সম্পাদক মাহমুদ হাসান।

 

 

 

 

বক্তব্য রাখেন মীর আল আরেফিন বাবু ( ডেইলি ইন্ডিপেনডেন্ট), আফরোজা আক্তার ডিউ ( নিউনেশন), আখতারুজ্জামান মৃধা পলাশ ( দৈনিক মুক্তখবর), সালমান শাহারিয়ার রাজু ( দৈনিক পদ্মা গড়াই), ইসমাইল হোসেন ( দৈনিক সময়ের আলো), কামরুন্নাহার খান কলি ( দৈনিক স্বর্ণযুগ), এস এম ওয়ালিদুজ্জামান শুভ ( দৈনিক নবচেতনা) প্রমুখ। এছাড়াও কেপিসির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। প্যানেলে সভাপতি পদে রাশেদুল ইসলাম বিপ্লব (বাংলাদেশ বেতার, নাগরিক টিভি), সহ সভাপতি পদে মীর আল আরেফিন বাবু ( দ্যা ইন্ডিপেনডেন্ট), বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমিরুল ইসলাম(সাপ্তাহিক মুকুর), সাধারন সম্পাদক পদে সোহেল রানা (জিটিভি, যায়যায়দিন), যুগ্ম সম্পাদক পদে আখতারুজ্জামান মৃধা পলাশ ( দৈনিক মুক্তখবর), মাহমুদ হাসান (দৈনিক নওরোজ), সাংগঠনিক সম্পাদক পদে আফরোজা আক্তার ডিউ ( নিউনেশন), কোষাধ্যক্ষ পদে ইসমাইল হোসেন ( দৈনিক সময়ের আলো), দপ্তর সম্পাদক পদে এস.এম. ওয়ালিদুজ্জামান শুভ (দৈনিক নবচেতনা), প্রচার ও সম্পাদক পদে সালমান শাহারিয়ার রাজু (দৈনিক পদ্মা গড়াই), তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম রেজা বাচ্চু (সাপ্তাহিক দৌলতপুর বার্তা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহিদুল হক ডন ( দৈনিক প্রাইম) এর নাম প্রার্থী হিসেবে ঘোষণা হয়। এর আগে বিপ্লব-সোহেল প্যানেলের পক্ষে সাধারণ সম্পাদক প্রার্থী সোহেল রানা নির্বাচনী ইশতেহার তুলে ধরেন।

 

 

 

ইশতেহারে বলেন ১. প্রেসক্লাবের আধুনিকায়ন ২. সদস্যদের আর্থ সামাজিক মান উন্নয়ন ৩. প্রশিক্ষনের ব্যবস্থা ৪. অর্থনৈতিক নিরাপত্তা ৫. কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিতকরন ৬. শহর ও গ্রামের সাংবাদিকদের সমতা নিশ্চিতকরন ৭. নারী সাংবাদিকদের অগ্রগামী করন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।