ঢাকাTuesday , 13 September 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও আদালত
  4. আজকের ভিডিও খবর
  5. উপজেলার খবর
  6. কুষ্টিয়া
  7. খেলাধুলা
  8. চুয়াডাঙ্গা
  9. জেলার খবর
  10. টপ নিউজ
  11. পর্যটন
  12. প্রবাসীদের খবর
  13. ফিচার
  14. বিজ্ঞান-প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

নাসির গ্রুপের চেয়ারম্যান নাসির উদ্দিন বিশ্বাস মারা গেছেন: দাফন সম্পন্ন

Link Copied!

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লাদর্গা সোনাইকুন্ডি গ্রামের তথা কুষ্টিয়ার কৃতি সন্তান ও দেশ বরেন্দ্র অন্যতম শীর্ষ শিল্প গ্রুæপ নাসির গ্র“ফের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন বিশ্বাস (৭৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১২ সেপ্টম্বর সোমবার সকাল ৯ টার দিকে ঢাকার এভারগ্রীণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সোমবার রাত ১০ টার সময় সোনাইকুন্ডি ইদ্রিস আলী বিশ^াস ইসলামিয়া মাদ্রাসা গোরস্থান ময়দানে জানাজা শেষে তার লাশ দাফন করা হয়।

উল্লেখ্য, নাসির গ্রুফ বাংলাদেশি একটি শিল্প সংস্থা। নাসির গøাস শিল্প, তামাক, বিড়ি, সিগারেট, মুদ্রণ ও প্যাকেজিং, এনার্জি সেভিং ল্যাম্প, বাংলাদেশ মেলামাইন, জামকেটস্ ইত্যাদি খাতের ব্যবসা রয়েছে এই গ্রæপের। নাসির উদ্দিন বিশ্বাস আল্লারদর্গায় নাসির উদ্দিন বিশ^াস উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, রহিমা বেগম একাডেমি, বড়গাদিয়ায় নাসির উদ্দিন বিশ^াস কলেজ প্রতিষ্ঠা করেন। এছাড়াও তিনি নাসির উদ্দিন বিশ্বাস নামে দৌলতপুর উপজেলার ১৩টি ইউনিয়নে ১৪ টি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে বর্তমান সরকার সেগুলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রূপান্তর করে। নাসির উদ্দীন বিশ্বাস নাসিং ইনন্সিটিটিউট, পলিটেকনিক্যাল ইনন্সিটিটিউট, এ ছাড়া পাট শিল্পকে গতিশীল করার জন্য জুট মিল চালু করার লক্ষ্যে ৮০ ভাগ কাজ শেষ করেছেন, কিন্তু মিলটি চালু করতে পারেননি, এ আসাটি তিনি পুরা করে যেতে পারেননি।

মা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা এবং চিকিৎসাসেবায় আল্লারদর্গায় আনেয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতাল টি দৌলতপুরের প্রসূতি মা ও শিশুদের চিকিৎসা সেবায় অনন্য দৃষ্টান্ত রেখেছে, বছরে বিনা মূল্যে ৩ বার চক্ষু চিকিৎসা শিবির সেবা প্রদান করে আসছে।

নাসির বিড়ি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, নাসির টোব্যাকো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, নাসির লিফ টোব্যাকো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, নাসির শিল্প গøাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বাংলাদেশ মেলামাইন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, নাসির প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, নাসির গøাসওয়্যার অ্যান্ড টিউব ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বাংলাদেশ ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, নাসির এনার্জি সেভিং ল্যাম্প ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিশ্বাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, নাসির স্টার্চ কোম্পানি লিমিটেডের মতো ২০টিরও বেশি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে নাসির গ্রæপের। কুষ্টিয়ার দৌলতপুরের একটি গ্রাম আল্লারদর্গাকে কীভাবে একটি শিল্পাঞ্চলে রুপান্তরিত করেছেন নাসির উদ্দিন বিশ্বাস ও তাদের পরিবার যেটা একেবারেই দুর্লভ। দেশের অর্থনীতির চাকা গতিশীল রাখতে রয়েছে নিরন্তর ও অদম্যভাবে তাঁর তৈরি একটি শিল্পাঞ্চল। এসব প্রতিষ্ঠানে দেশের লাখো মানুষের কর্মসংস্থান হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।