ঢাকাTuesday , 13 July 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও আদালত
  4. আজকের ভিডিও খবর
  5. উপজেলার খবর
  6. কুষ্টিয়া
  7. খেলাধুলা
  8. চুয়াডাঙ্গা
  9. জেলার খবর
  10. টপ নিউজ
  11. পর্যটন
  12. প্রবাসীদের খবর
  13. ফিচার
  14. বিজ্ঞান-প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পরকীয়ার প্রেমের জের ধরে মিরপুরে যুবককে প্রকাশ্যে বেত্রাঘাত, ইউপি সদস্যসহ গ্রেফতার ৩

Link Copied!

কুষ্টিয়ার মিরপুরে সাইফুল ইসলাম (২৫) নামের এক যুবককে প্রকাশ্যে বেত্রাঘাত করার দায়ে ইউপি সদস্যসহ ৩ জনকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ । সোমবার দুপুরে মিরপুর থানা পুলিশ তাদের গ্রেফতার করে । এর আগে উপজেলার মালিহাদ ইউনিয়নের ঝুটিয়াডাঙ্গা গ্রামে পরকীয়ার প্রেমের জের ধরে গ্রাম্য সালিশে এক যুবককে প্রকাশ্যে বেত্রাঘাত করে স্থানীয় ইউপি সদস্য ইউপি সদস্য নওয়াব আলী।

যুবককে প্রকাশ্যে ৩০টা বেত্রাঘাত করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইড়াল হলে বিষয় টি প্রশাসনের নজরে আসলে। সোমবার দুপুরে মিরপুর থানা পুলিশ ইউপি সদস্য নওয়াব আলীসহ ৩ জনকে গ্রেফতার করে। গত রোববার সকালে উপজেলার মালিহাদ ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ঝুটিয়া ডাঙ্গা গ্রামে ঘটনাটি ঘটে। ঘটনাটি রোববারের হলেও আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইড়াল হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।

 

 

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, জেলার মিরপুরের মালিহাদ গ্রামের এক গৃহবধূর সাথে কৃষি শ্রমিক যুবক সাইফুলের পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। ঘটনাটি এলাকায় জানাজানি হলে মালিহাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এর সদস্য নওয়াব আলী তার বাড়ির আঙ্গিনায় সালিশ বৈঠক ডাকেন। সালিশে অভিযুক্ত সাইফুলকে ৩ হাজার টাকা জরিমানা ও ৩০টি বেত্রাঘাতের সিদ্ধান্ত ঘোষণা করেন ওই ইউপি সদস্য। ​পরে সালিশের সিদ্ধান্ত মোতাবেক উৎসুক জনতার উপস্থিতিতেই সাইফুলকে একনাগাড়ে ৩০টি বেত্রাঘাত করা হয়। এতে উপর্যুপরি বেত্রাঘাতে সাইফুল মাটিতে লুটিয়ে পড়েন। পরে কোমরে রশি বেঁধে ও গলায় জুতার মালা পরিয়ে উৎসুক জনতাসহ তাকে পুরো গ্রাম ঘুরানো হয়। পরে পাশে থাকা স্থানীয়রা যুবককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। এভাবে বেত আঘাত করায় ফুসে উঠেছেন স্থানীয়রা।

 

​এ ঘটনার ভিডিও ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে মিরপুর থানার পুলিশ ঘটনাস্থলে সালিশের হোতা ইউপি সদস্য নওয়াব আলীসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এ বিষয় মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান ফেসবুকের সংবাদের পরিপ্রেক্ষিতে যারা এ ধরনের শালিশ বৈঠক করেছেন তাদেরেকে থানায় এনেছি। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।