নিজস্ব প্রতিনিধি: পুরোনো দামের ট্যাগ মুছে বেশি দামে পোশাক বিক্রি করার অপরাধে কুষ্টিয়ায় ইজি ফ্যাশন শোরুমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ফাইল ছবি
রবিবার সকালে শহরের এনএস রোডের শোরুমে অভিযান চালায় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক সুচন্দন মন্ডল। তিনি ওই জরিমানা করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, পুরোনো দামের ট্যাগ মুছে বেশি দামে পোশাক বিক্রির অপরাধে ইজি শোরুমের ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।