
প্রকাশিত হলো দীপু মাহমুদের লেখা মুক্তিযুদ্ধের নতুন কিশোর উপন্যাস “বাইসাইকেল”। উপন্যাসটি প্রকাশ করেছে বাংলাদেশের খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান ‘অনন্যা’। বইয়ের প্রচ্ছদ করেছেন প্রথিতযশা শিল্পী ধ্রুব এষ।
বই পরিচিতিতে বলা হয়েছে, “পাকিস্তানি ক্যাম্প থেকে সৈন্যরা দেখল অবাককাণ্ড! ১৪/১৫ বছর বয়সের একজন ছেলে রেললাইনের ওপর দিয়ে বাইসাইকেল চালিয়ে আসছে। ঘটনা দেখে তারা হকচকিয়ে গেল।
তুলু ছুটে আসছে রেললাইনের ওপর দিয়ে সাইকেল চালিয়ে। রেলস্টেশনের প্লাটফরমের ওপর পাকিস্তানি সৈন্যদের ক্যাম্প। তুলু চলে এসেছে ক্যাম্পের কাছাকাছি। সাইকেলের হ্যান্ডেল ছেড়ে দিয়েছে। দুহাত দুপাশে ছড়িয়ে রেললাইনের ওপর দিয়ে সাইকেল চালাচ্ছে। পাকিস্তানি সৈন্যরা বিপুল বিস্ময়ে তাকিয়ে আছে তারদিকে।
তুলু সাইকেল নিয়ে ছুটে এলো। সে প্লাটফরম পার হয়ে যাচ্ছে। তার দুহাতে মুঠোর ভেতর হ্যান্ডগ্রেনেড। তুলু দাঁত দিয়ে গ্রেনেডের পিন খুলে পাকিস্তানি সৈন্যদের ওপর ছুড়ে মারল।”
দীপু মাহমুদ কুষ্টিয়ার সন্তান। পিতা প্রফেসর মোহাম্মদ কামরুল হুদা ও মাতা হামিদা বেগম। শিশুসাহিত্যে অবদান রাখার জন্য ইতোমধ্যে দীপু মাহমুদ অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কারসহ অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন। পেয়েছেন সম্মাননা। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ৯৮।
বিশেষ দ্রষ্টব্য: “বাইসাইকেল” উপন্যাসের পটভূমি চুয়াডাঙ্গা জেলার মোমিনপুর রেলস্টেশন। আগে যার নাম ছিল নীলমণিগঞ্জ। যুদ্ধের কাহিনী নেওয়া হয়েছে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় সংঘটিত যুদ্ধ থেকে।