ঢাকাSunday , 30 May 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও আদালত
  4. আজকের ভিডিও খবর
  5. উপজেলার খবর
  6. কুষ্টিয়া
  7. খেলাধুলা
  8. চুয়াডাঙ্গা
  9. জেলার খবর
  10. টপ নিউজ
  11. পর্যটন
  12. প্রবাসীদের খবর
  13. ফিচার
  14. বিজ্ঞান-প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

প্রকাশ্যে অবৈধভাবে জুয়া খেলার অপরাধে কুষ্টিয়ায় ‌১৪ জন আটক

Link Copied!

র‌্যাবের-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র‌্যাবের একটি চৌকষ অভিযানিক দল অদ্য ৩০ মে এপ্রিল ২০২১ ইং তারিখ সময় রাত ১২.১৫ ঘটিকার সময় কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন চরখাদিমপুর গ্রামস্থ  আসামী ইছা (৫০), পিতা-মৃত চাহার মন্ডল এর বসত বাড়ির পুর্ব দুয়ারী টিনের ঘরের ভিতর” একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

 

 

উক্ত অভিযানে তাস-৬ জোড়া, মোবাইল ফোন-১৪টি, সীমকার্ড-২১টি, পাটি-১টি ও নগদ টাকা ৭৮৪৭০ টাকা সহ ১৪ জন আসামী মোঃ ইছা মন্ডল (৫০), পিতা মৃত-চাহার মন্ডল,  মোঃ জিয়ারুল ইসলাম (৩৭), পিতা-মৃত মুসা উদ্দিন,  মোঃ আনারুল ইসলাম (৩৬), পিতা-মৃত আজগার মুন্সী,  মোঃ শফিকুল ইসলাম (৩৪), পিতা-মোঃ রাজা মুন্সী,  মোঃ লালন প্রামানিক (৩৪), পিতা-আব্দুর রশিদ প্রামানিক,  আতারুল ইসলাম (৩৫), পিতা-মোঃ আবুল প্রামানিক,  মোঃ আসলাম প্রামানিক (৪৫), পিতা- মোঃ আতিয়ার প্রামানিক,  মোঃ আনিছুর রহমান (৩৩), পিতা-মৃত- আজগার আলী মুন্সী, উভয় সাং-চরখাদিমপুর, মোঃ তোহিদুল ইসলাম (৫৫), পিতা-মৃত আজিজুল বিশ্বাস,  মোঃ উকিল আলী (৪০), পিতা-মৃত ফজলুল হক, উভয় সাং-নওদা খাদিমপুর, মোঃ শাহাবুল ইসলাম (৩৪), পিতা-মোঃ মোশারফ হোসেন, মোঃ মনিরুল ইসলাম (২৩), পিতা-মৃত ফজলু বিশ্বাস, মোঃ বাচ্চু শেখ (৪৮), পিতা-মৃত সলিম উদ্দিন শেখ, উভয় সাং-খাদিমপুর,  মোঃ আজিবার @ মজিবার (৫৮), পিতা-মৃত ফকির মালিথা, সাং-তালবাড়ীয়া, সর্ব থানা- মিরপুর, জেলা-কুষ্টিয়া’দের গ্রেফতার করা হয়।

 

 

পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ  আসামীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় একটি জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদের কুষ্টিয়া জেলার মিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।

 

 

 

উল্লেখ্য যে, এই ধরণের জুয়া বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাবের-১২,, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্রধারী ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।