
কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার ৯ নং ওয়ার্ডের বামন পাড়া এলাকার প্রবাসীর স্ত্রীকে গনধর্ষনের প্রতিবাদে ও আসামীদের দ্রæত গ্রেফতারের দাবীতে ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের উদ্দ্যোগে আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনে ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা প্রশাসনে উদেশ্য বলেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে ধর্ষকদের গ্রেফতারের দাবী জানান। না হলে কঠোর কর্মসুচী দেওয়া হবে। সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ১৪ই ফেব্রæয়ারি রাতে কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার ৯নং ওয়ার্ডে এক প্রবাসীর গৃহবধূর ঘরে প্রবেশ করে তাকে সংঘবদ্ধ ভাবে গনধর্ষনের অভিযোগে গত সোমবার রাতে ভেড়ামারা থানায় মামলা দায়ের হয়েছে।
নারী ও শিশু নির্যাতন আইনে দায়েরকৃত এই মামলায় ইয়ামিন খানসহ তার আরও ৪সহযোগিকে আসামি করা হয়েছে। প্রবাসীর গৃহবূকে গনধর্ষণের ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলা নং-২৩, তারিখঃ ২২/০২/২০২১ইং।