
কুষ্টিয়ার দৌলতপুরে র্যাব অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ আসাদুজ্জামান লিপ্টন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব । এ সময় ৩৬ পিস ফেন্সিডিল উদ্ধার করে র্যাব ।
আটককৃত মাদক ব্যবসায়ী আসাদুজ্জামান লিপ্টন উপজেলার বিলগাতুয়া এলাকার আব্দুল হামিদের ছেলে ।
শুক্রবার বিকাল ৩ টার দিকে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি চৌকষ অভিযানিক দল উপজেলার প্রাগপুর পশ্চিম পাড়ায় অভিযান চালায় ।
এ সময় ৩৬ পিস ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী উপজেলার বিলগাতুয়া এলাকার আব্দুল হামিদের ছেলে আসাদুজ্জামান লিপ্টনকে আটক করে ।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।