
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার এসপি খাইরুল আলমের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার আছর বাদ কুষ্টিয়া পুলিশ লাইন্স জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৯৭৫ সালের ১৫ আগষ্ট সেই কালো রাতে ঘাতকের নির্মম বুলেটে শহীদ হওয়া সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার বলেন,আজ জাতির পিতার জন্মশতবার্ষিকী। জাতির পিতার জন্ম না হলে আজ আমরা এ স্বাধীন বাংলাদেশ পেতামনা।পরাধীনতার জঞ্জাল থেকে বঙ্গবন্ধু আমাদের মুক্তি দিয়ে বিশ্বের দরবারে বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন।আজ তিনি বেচে থাকলে আমাদের দেশ আরো অনেক দুরে এগিয়ে যেত।ঘাতকেরা বঙ্গবন্ধুর নাম মুছতে চেয়ে তারা ইতিহাসের আস্তাকুড়ে পতিত হয়েছে।বাঙালি জাতির ইতিহাসে বঙ্গবন্ধুর অবদান চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ লাইন্স জামে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, কুষ্টিয়া জেলা পুলিশের অফিসার ও ফোর্স।