ঢাকাMonday , 21 March 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও আদালত
  4. আজকের ভিডিও খবর
  5. উপজেলার খবর
  6. কুষ্টিয়া
  7. খেলাধুলা
  8. চুয়াডাঙ্গা
  9. জেলার খবর
  10. টপ নিউজ
  11. পর্যটন
  12. প্রবাসীদের খবর
  13. ফিচার
  14. বিজ্ঞান-প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিশ্রুত মথুরাপুর থানা বাস্তবায়ন দাবী

Link Copied!

কুষ্টিয়া জেলা উন্নয়ন কমিটির সভা

কুষ্টিয়া জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় বঙ্গবন্ধু ঘোষিত দৌলতপুর উপজেলার মথুরাপুর থানা প্রতিষ্ঠার বিষয়ে বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব।

আজ ২১ মার্চ সোমবার কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে বেলা ১০ টায় এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাইদুল ইসলাম। সার্বিক বিষয় উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শারমিন আখতার। বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, সিভিল সার্জন ডাঃ আনোয়ারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁন, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব।

উল্লেখ্য যে, ১৯৭৪ সালে তৎকালীন দৌলতপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান কে মথুরাপুর হাটে প্রকাশ্যে গুলি করে হত্যা করে নকশাল বাহিনী। বিষয়টি সে সময়ের সংসদ সদস্য, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এ্যাডঃ আজিজুর রহমান আককাস মহান সংসদে উত্থাপন করলে বঙ্গবন্ধু তাৎক্ষণিকভাবে মথুরাপুরে পুলিশ ফাঁড়ি স্থাপন করেন এবং থানা প্রতিষ্ঠার ঘোষণা দেন। মথুরাপুর পুলিশ ফাঁড়ি স্থাপন হয় এবং থানা প্রতিষ্ঠার কার্যক্রম চলতে থাকে। এরমধ্যে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা দখল করে মথুরাপুর পুলিশ ফাঁড়ি উচ্ছেদ করেন।

বর্তমানে বঙ্গবন্ধুকন্যা জাতির পিতার প্রতিশ্রুত মথুরাপুর থানা প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহন করেছেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিশ্রুতি পূরণ, জাতির পিতা ঘোষিত মথুরাপুর থানা বাস্তবায়ন বর্তমান সরকারের জেলা প্রশাসন ও জেলা পুলিশের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে মনে করেন সর্বস্তরের মানুষ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।