বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা,সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে কুষ্টিয়া জেলার এসপি মোঃ খাইরুল আলম পুলিশ সুপার কার্যালয়ের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
বুধবার(১৭ মার্চ) সকালে কুষ্টিয়ায় জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর পুলিশ সুপার মোঃ খাইরুল আলম এই মহান নেতার প্রতি সম্মান প্রদর্শন করে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এ সময় পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানায় এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে। পুষ্পস্তবক অর্পণের পর স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের অব্যাহত, শান্তি ও সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়।
পরে পুলিশ লাইন্সে জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে কেক কাটা হয়।এ সময় পুলিশ সুপার কুষ্টিয়া, পুলিশ সুপার পিবিআই কুষ্টিয়া, পুলিশ সুপার ইন- সার্ভিস ট্রেনিং সেন্টার কুষ্টিয়া ও পুলিশের সকল পদবীর অফিসার ও ফোর্স।