
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা আফাজ উদ্দিন আহমেদের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা মাহবু্বউল আলম হানিফ এমপি এক শোক বার্তায় গভীর শোক ও সমবেদনা জানান।
তিনি বলেন, আওয়ামীলীগের নানা ঘাত প্রতিঘাত, আন্দোলন সংগ্রামের মধ্য থেকে উঠে আসা তৃনমুলের ত্যাগী ও পরীক্ষিত নেতা আফাজ উদ্দিন আহমেদ। কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগ থেকে শুরু করে আওয়ামীলীগের প্রতিটি আন্দোলন সংগ্রামের তিনি ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের একজন নিবেদিত প্রাণ সক্রিয় কর্মী।
প্রয়াত আফাজ উদ্দিন আহমেদ দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের দীর্ঘদিন ধরে সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সভাপতির দায়িত্ব পালন করছিলেন। তিনি দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। ছিলেন জাতীয় সংসদের সদস্য। রাজনৈতিক পরিবারের কর্ণধার হিসেবে নিজের সন্তানদেন বঙ্গবন্ধুর আদর্শের যোগ্যতম কর্মী হিসেবে গড়ে তুলেছেন। তার ছোট ছেলে বর্তমানে দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান। মাত্র কয়েকদিন আগে মরহুম আফাজ উদ্দিন আহমেদের স্ত্রী বিয়োগ হয়েছে। একই সময়ে পিতা ও মাতার মৃত্যু শোক পরিবারের সদস্যদের উপর। যা মেনে নেওয়া খুবই কষ্টকর ও বেদনাদায়ক।
জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি প্রয়াত বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা আফাজ উদ্দিন আহমেদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, মহান আল্লাহপাক তাদের যেন এই শোক সহ্য করা এবং ধৈর্য ধারনের সেই শক্তি প্রদান করেন।