কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজ জাহারুল ইসলাম (২২) নামের এক যুবকের বালিচাপা অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার পদ্মানদী সংলগ্ন তালবাড়িয়া বালিঘাট থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত জাহারুল ইসলাম মিরপুর উপজেলা আমবাড়িয়া ইউনিয়নের শাকদহ এলাকার সাইফুল ইসলামের ছেলে। সে পেশায় স্যালো ইঞ্জিন চালিত ট্রলির চালক।
নিহতের পরিবার সুত্রে জানা যায়, গত ১৯ জানুয়ারি সন্ধ্যায় জাহারুল ট্রলি নিয়ে বালি নেওয়ার জন্য তালবাড়িয়া ঘাটে যায়। তার পর থেকে তার কোন খোঁজ ছিলো না।
মিরপুর থানার (ওসি) গোলাম মোস্তফা জানান, সকালে তালবাড়িয়া বালি ঘাটে বালি কাটার সময় স্থানীয়রা একটি মরদেহ দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত ব্যক্তি গত ১৯ জানুয়ারি সন্ধ্যা থেকে নিঁখোজ ছিলো। এ ব্যপারে থানায় একটি সাধারন ডায়েরী রয়েছে।