বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নব নির্বাচিত সভাপতি সাংবাদিক নেতা ওমর ফারুককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও প্রাক্তন সভাপতি বিখ্যাত অভিনেতা আহমেদ শরীফ।
শনিবার বেলা ২ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবে বিএফইউজের কার্যালয়ে বিখ্যাত এই অভিনেতা উপস্থিত হলে ফুলেল শুভেচ্ছা ও সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নব গঠিত কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিকস সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময় কালে বিখ্যাত অভিনেতা আহমেদ শরীফ বলেন, বাংলাদেশের সাংবাদিক সমাজ তাদের সঠিক যোগ্য অভিভাবক কে খুঁজে নিতে ভুল করেনি। তারা তাদের ভোটের মাধ্যমে সৎ যোগ্য নেতৃত্বকে বেছে নিয়েছেন। সে জন্য দেশের সকল গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানাই। আগামীতে গণমাধ্যম কর্মিদের বিপদে পাশে থাকবে নতুন কমিটি এই আশা করি। বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক বলেন আমি খুশি হয়েছি যে বাংলাদেশের বিখ্যাত অভিনেতা শরীফ ভাই ছুটে এসেছেন আমাদের মাঝে।
তিনি যে একজন গণমাধ্যম প্রিয় মানুষ, জাতীয় প্রেসক্লাবে তার উপস্থিতি সেটা প্রমান করেছে। কেবল মনের টান রয়েছে বলেই তার মত মানুষ ছুটে আসেন বারংবার গণমাধ্যম কর্মিদের মাঝে।