
কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয় আইন বিভাগের সাবেক কৃতি ছাত্র বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি কে.এম. হাফিজুল আলম’র কুষ্টিয়ায় আগমন উপলক্ষে ‘ল’ এলামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা ও সংগীত সন্ধ্যা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার) সন্ধ্যা ৭ ঘটিকার সময় দিশা টাওয়ারে এ অনুষ্ঠান হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি আবু জাফর সিদ্দিক, সম্বর্থিত অতিথি ছিলেন হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি কে.এম. হাফিজুল আলম, সম্মানিত অতিথি ইসলামী বিশ^বিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর ড.এম.সেলিম তোহা, বিশেষ অতিথি বিজ্ঞ জেলা ও দায়রা জজ শেখ আবু তাহের।
উক্ত অনুষ্ঠানটির সভাপতি করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. দেওয়ান মাসুদ করিম মিঠু, পরিচালনায় ছিলেন অতিঃ পিপি এ্যাড খন্দকার সামস মুক্তি।
অনুষ্ঠান শুরুতে কোরআন তেলাওয়াত হয়। পরে প্রধান অতিথিদের ফুলের শুভেচ্ছা জানান ‘ল’ এলামনাই এসোসিয়েশনের সদস্যরা। প্রধান অতিথিদের বক্তব্য শেষে সংগীত অনুষ্ঠান শুরু হয়। সংগীত অনুষ্ঠান পরিবেশন করেন শিল্পকলা একাডেমির শিল্পীরা।