কুষ্টিয়া শহরের বেশীর ভাগ এলাকায় দেখা গিয়েছে বিশুদ্ধ পানির চরম সংকট। সরেজমিনে গিয়ে দেখা গিয়েছে গ্রাম বা শহরের প্রায় অধিকাংশ জায়গার টিউবওয়েল থেকে পাওয়া যাচ্ছে না পরিমান মত পানি।
এখন ফাল্গুন মাস চলছে, সামনেই আসছে চৈত্র মাস। এসব মৌসুমে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত না হওয়ার কারণেই দেখা দেয় পানির শূন্যতা। শুকিয়ে যায় খাল-পুকুর।
পানির লেয়ার ভূ- গভের তলদেশ থেকে অনেক নিচে নেমে যাওযায় এ ধরনের সমস্যা দেখা দিয়েছে। আগামী ৫/৭ দিনের মধ্যে বৃষ্টি পাত না হলে সমস্যা আরো তীব্র থেকে তীব্রতর হবে বলে ধারণা করা হচ্ছে। এই গরমের মাঝে চলার পথে নিয়মিত পানি পান করে শরীর সুস্থ রাখা অত্যন্ত জরুরি।
এ ধারা অব্যাহত থাকলে অচিরেই পরিবেশে বিরূপ প্রভাবের সম্ভাবনা উড়িয়ে দেয়া যায়না। এ এলাকায় পর্যাপ্ত সংখ্যক গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে এই পানি সংকট দূর করা সম্ভব বলে মনে করেন অত্র এলাকার সচেতন মহল।