ঢাকাThursday , 19 August 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও আদালত
  4. আজকের ভিডিও খবর
  5. উপজেলার খবর
  6. কুষ্টিয়া
  7. খেলাধুলা
  8. চুয়াডাঙ্গা
  9. জেলার খবর
  10. টপ নিউজ
  11. পর্যটন
  12. প্রবাসীদের খবর
  13. ফিচার
  14. বিজ্ঞান-প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ : কুষ্টিয়া দৌলতপুরে স্বামী-স্ত্রী আহত

Link Copied!

কুষ্টিয়ার দৌলতপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ ঘটে আবু বক্কর (৩৬) ও মধুবালা (২৩) নামে স্বামী-স্ত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামে এ ঘটনা ঘটে। সে একই গ্রামের ইনতাজ আলীর ছেলে। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে।

এরা হলেন- একই গ্রামের ইয়াকুব মন্ডলের ছেলে সাবেক ইউপি সদস্য আবুল কালাম (৪৫), মৃত আমিরুল মাষ্টারের ছেলে বিকু (৪০) ও তাহের আলীর ছেলে রায়হান (২২)।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, বিলগাথুয়া গ্রামের কালাম মেম্বরের বাড়ির পাশে আবু বক্কর নিজ বাড়িতে বোমা তৈরী করছিল। এ সময় বিকট শব্দে একটি বোমার বিস্ফোরণ ঘটে। এ সময় আশে পাশের লোকজনের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। বোমায় গুরুতর আহত অবস্থায় তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নাশকতা সৃষ্টির জন্য বোমা বানানো হতে পারে বলে এলাকাবাসীর ধারনা। আহত আবু বক্কর চোরাকারবারের সাথে জড়িত ছিল বলে স্থানীয়রা জানান।

ঘটনাস্থলে উপস্থিত প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশারফুজ্জামান মুকুল মাষ্টার দ্য কুষ্টিয়া রিপোর্ট কে জানান, বিলগাথুয়া গ্রামের নিজ বাড়িতে বক্কর ও তার স্ত্রী মধুবালা ওরফে মধু বোমা বানানোর সময় একটি বোমার বিষ্ফোরণ ঘটলে বক্কর ও তার স্ত্রী মধু আহত হয়। আহতদের মধ্যে বক্করের অবস্থা গুরুতর। আহতদের উদ্ধার কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। বিষ্ফোরিত বোমায় ঘরের টিন ও চালা উড়ে যাওয়ার কথাও তিনি জানান।

 

কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আশরাফুল আলম দ্য কুষ্টিয়া রিপোর্ট কে জানান, বোমায় আহতের হাত, মুখসহ শরীর বিভিন্ন অংশ ক্ষত-বিক্ষত হয়ে গেছে। আহত আবু বক্করের অবস্থা আশঙ্কাজনক।

 

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন দ্য কুষ্টিয়া রিপোর্ট কে বলেন, বিষয়টি তদন্ত করে ঘটনা উদ্ঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে খোজখবর নেয়া হচ্ছে। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদকরা হচ্ছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।